Mission

Nowadays a major part of the ancient green childhood of our country is deprived. There are so many doubts, confusion and uncertainty about their proper education, health and even to pass their livelihood. So naturally, they are deceived by the Powerful (Financially & Politically) People or Association. In each and every sector of our society have been shattered today through Unimprovement of the Agricultural Industry, Polluted Politics in the name of Industrialization, Dispossession from the Fundamental Rights, Illegal use of the Legal Power etc. Though we are less powerful, we want to apply our Will-Power to make a better society for our children as much as we can. To alert about the fundamental rights of the common people is our prime motto. And the last is to create such an infrastructure which can arrange the minimum fundamental rights for the poor & helpless people against a little Exchange-Money or Totally Free as applicable.

আমাদের লক্ষ্য 

 আমাদের দেশের চিরন্তন সবুজ শৈশবের এক বড় অংশ আজ সমাজের সাধারন সুবিধেগুলো থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য এমনকি দুবেলা অন্নসংস্থানেরও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। যুব সমাজ চাকুরি হীন। ফলতঃ তারা সমাজের বিভিন্ন স্তরের ক্ষমতাশীল ব্যক্তি এবং গোষ্ঠির বঞ্চনার শিকার। কৃষি শিল্পের অনুন্নতি, শিল্পের নামে নোংরা রাজনীতি, সাধারন মানুষের মৌলিক অধিকার লঙঘন, আইনের অসৎ ব্যবহার-এ দেশ আজ জর্জরিত। যদিও আমাদের ক্ষমতা খুবই সীমিত তথাপি আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতাকেই উন্নততর সমাজ জীবনের স্বার্থে কাজে লাগাতে চাই। আমাদের প্রথম লক্ষ্য হল দেশের সাধারন মানুষকে তাঁদের মৌলিক অধিকার সম্বন্ধে সচেতন করা। আমাদের দেশের অন্ততঃ কিছুসংখ্যক শিশুও যাতে বিনামূল্যে বা স্বল্পমূল্যে শিক্ষা ও সচেতনতা অর্জনের সুযোগ পান সেই পরিকাঠামো গড়ে তোলা।