Achievements 

 

 

The success encouraged us:

 

1)     Active contribution in the Central Government Project ‘Community Genetics Approaches in Prevention of Beta-Thalassaemia’ organized and run by ‘Anthropological Survey of India’ from the month of December – March, 2007-08. We are also able to join in the ‘National Conference on Community Genetics Approaches in Prevention of Beta-Thalassaemia’ held on 7th March,2008, at Ashutosh Hall Kolkata, West Bengal, with the Thalassaemia Patients of the Budge Budge-Bata-Birlapur area for Direct Interaction with the Various Specialist Doctors, Scientists from different parts of India.  

2)     The ‘AILA’ attacked in the coastal area of Sundarban, West Bengal, on 25th May Morning, 2009. We are able to serve Cooked Food, Dry Food, Drinking Water and Clothes to at least 1000 families of aila affected people at Gosaba Block, Sundarban.

3)     ‘Free Educational Guide and Health Check-up Programme’ has done in the Red Light areas of Howrah & Hoogly District, West Bengal, for mothers & children of the aforesaid areas.

4)     'Minimum Assistance of Fooding, Lodging and Medical Facilities' for the poor people who are below poverty level and absolutely helpless to earn their minimum food for daily lively hood, is running.

আমাদের সাফল্য

 

শৈশব অনুত্তীর্ন এই সংস্থার যে সাফল্যগুলো আমাদের আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে সেগুলো হল,-

 

১) দঃ২৪পরগণা জেলার বাটা, বজবজ, বিড়লাপুর ইত্যাদি অঞ্চলের থ্যালাসেমিয়া রুগিদের চিহ্নিত করা এবং সেইসব রুগি ও তাদের পরিবারবর্গকে এই রোগের কারণ ও প্রতিবিধান সম্পর্কে অবহিত করা (Awareness Camp) । ২০০৮ সালের ৭ই মার্চ তারিখে অ্যানথ্রপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আয়োজিত ন্যাশানাল কনফারেন্স (National Conference on Community Genetics Approaches in Prevention of Beta-Thalassaemia) এ রুগি সহ যোগদান এবং ডাক্তার-গবেষকদের সঙ্গে ঐ রুগি এবং তাদের পরিবারবর্গের সরাসরি আলোচনা (Direct Interaction) ঘটানো, যা ঐসব রুগি ও গবেষক, ঊভয়ের পক্ষেই সমান প্রয়োজনীয়।

 

২) ২০০৯ সালের ২৫শে মে তারিখে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আছড়ে পড়া বিধ্বংসী ঝড় আয়লা তে ক্ষতিগ্রস্ত প্রায় ১০০০  পরিবারবর্গকে ২ বার শুকনো খাবার, রান্না করা খাবার, পরিস্রুত পানীয় জল এবং জামা-কাপড় দিয়ে যথাসম্ভব সাহায্য করা।

 

৩) বর্তমানে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রী এডুকেশনাল গাইড এবং হেলথ চেক-আপ প্রোগ্রাম (Free Educational Guide and Health Check-up Programme) চলছে।

 

  ৪) আমাদের পরবর্তী পদক্ষেপ- সর্বধর্মসমন্বয় এবং সামাজিক সম্প্রীতি-র উদ্দেশ্যে একই স্থানে একত্রে মন্দির,     মসজিদ, গুরুদোয়ারা এবং চার্চ তৈরী করা এবং সেইস্থানে একটি সাধারন চিকিৎসা কেন্দ্র (General Health Centre) স্থাপন করা।