Appeal 

 

You can help us through anyway without any *Condition/s in spite of the ways stated below: 

 

 

1. Communicate with interested people,

2. Participate as a Field-Worker,

3. Participate as a Project Planner & Maker,

4. Participate as a Survey Maker & Interviewer,

5. Participate as a Solicitor,

6. Participate as a Doctor,

7. Participate as a Teacher,

8. Participate as an Architect Consultant,

9. Participate in Ngo Management,

10. Participate as a Patron.

11.  Donate Free Lands, Houses, Rooms, Furniture, Utensils and Electronic Equipments like Computers, Printers, Fax, Mobile Phones etc. for office use,

12. Support Morally & Mentally.

13. And many more ways to find...

 

 

The donations may be OLD (Usable). You can also donate MONEY through Cash/Cheque/DD payable at Kolkata in favour of Subhashchandra Human Research & Development Foundation . Please ask for your Original Receipt/ Original Written Document against each & every donation.

 

Thanking you all…SHRDF 

আবেদন  

 

 

আপনারা নিম্নে বর্নিত মাধ্যমগুলি ছাড়াও নিঃশর্তে যে কোন ভাবে সাহায্য করতে পারেন,-  

 

১) উৎসাহী ব্যক্তিগনের সাথে যোগাযোগ রক্ষা করা।  

২) প্রকল্পের (পরিকল্পনা) খসড়া তৈরী এবং তা সম্পূর্ন করতে সাহায্য করা। 

৩) সার্ভের খসড়া তৈরী এবং ইন্টারভিউ নিতে সাহায্য করা।

৪) একজন ফিল্ড-ওয়ার্কার হিসেবে সাহায্য করা।

৫) একজন আইনি-পরামর্শদাতা হিসেবে সাহায্য করা।

৬) একজন ডাক্তার হিসেবে সাহায্য করা।

৭) একজন শিক্ষক হিসেবে সাহায্য করা।  

৮) এন.জি.ও. ম্যানেজমেন্ট-এ সাহায্য করা।

৯) একজন পৃষ্ঠপোষক হিসেবে সাহায্য করা।

১০) বিতর্কিত নয় এমন জমি, বাড়ি-ঘর, বাড়ি তৈরীর সরঞ্জাম ইত্যাদি দানের মাধ্যমে সাহায্য করা।

১১) অফিসে প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন, কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স, ল্যান্ড-ফোন, মোবাইল-ফোন, ফাইল-পত্রাদি দানের মাধ্যমে সাহায্য করা।

১২) প্রকল্প চালানোর জন্য প্রয়োজনীয় মোটর-সাইকেল, গাড়ী, ডিজিটাল-ক্যামেরা, মুভি-ক্যামেরা, প্রজেক্টর ইত্যাদি দানের মাধ্যমে সাহায্য করা।

১৩) সর্বপরি নৈতিক এবং মানসিক ভাবে সাহায্য করা। 

 

উপরিউক্ত দ্রব্যাদি সব ক্ষেত্রেই নতুন হতে হবে, এমন নয়। ব্যবহার যোগ্য হলেই হবে। এছাড়া  আপনারা অবশ্যই অর্থ সাহায্য করতে পারবেন। প্রতিটি দানের ক্ষেত্রেই বৈধ রসিদ অথবা সংস্থার প্রাপ্তি-স্বীকার সম্বলিত পত্র অবশ্যই চেয়ে নেবেন। চেক্ / ড্রাফট্-  সুভাষচন্দ্র হিউম্যান রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন  এই সংস্থার নামে হবে। ধন্যবাদান্তে...SHRDF।

Please remember, SHRDF is not under 80G or FCRA

 Intention 

 

         To keep faith in man

         To keep intact our dedication

         To spread the word ‘Live and let live’

         To criticize ourselves on every moment

         To depend on people not on money

         To depend on the ability of man

         To increase honest members not the fund

         To try earnestly getting more people in touch

         To avoid any type of political connection / donation

         To avoid any conditional donation

         To encourage the youth of our nation

         To encourage only 'one', in every stage, to serve only 'one' i.e. 1:1