Vision

We are devoted to form a non-superstitious, better society for the sake of mankind, (a) ‘Matri-Sadan’ is one of our prime projects where the poor pregnant mothers will get their facilities along with their children free of cost or against a little exchange money as applicable. There will be all modern facilities for the poor people irrespective of cast & community, (b) ‘Child Education’ is one of the main targets. Primary Education against free of cost, Higher Education against minimum administrative cost or free as applicable and specially a Different School for the children who are growing up in the Red-Light areas, (c) Beside that, to encourage, train and presentation of our Street Artists & Handicapped Artists, is our future project, (d) To build an ‘Old Age Home’ is our dream, (e) To alert our new generation about our Freedom & Freedom Fighters for the effusion of knowledge, is also one of our future project.

 

            Though we have many, many power limitations, we are determined to implement our dreams into reality through some unprecedented help by the common people of our great country. The childhood, youth and Old Age in one surrounding can be realized only through your honest blessings. Remember that, we believe in common people only and it is tested before for many times. Thanking you all for visit our site, we hope, we will meet you soon…SHRDF.

আমাদের স্বপ্ন দেশের উক্ত পরিস্থিতিকে উপেক্ষা করে এক কুসংস্কারমুক্ত উন্নত সমাজ গঠনের স্বপ্নে আমরা ব্রতী। (ক) আমাদের প্রাথমিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি মাতৃসদনড়ে তোলা, যেখানে গর্ভবতী মায়েরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসার সুযোগ-সুবিধা পাবেন। মা ও শিশুর সাথে সাথে সাধারন দুঃস্থ অসহায় মানুষের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থাও এই সংস্থার চিকিৎসালয়ে থাকবে। (খ) শিশু স্বাস্থ্যের পাশাপাশি শিশু শিক্ষা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, স্বল্পব্যয়ে উচ্চশিক্ষার সুবিধে প্রদান এবং পতিতাপল্লিতে অনাদরে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি পৃথক বিদ্যালয় গড়ে তোলা আমাদের আশু কর্তব্য বলে মনে করি। (গ) এছাড়া দেশের প্রতিবন্ধী ও পথশিল্পী-দের উৎসাহ প্রদান, শিক্ষন এবং তাঁদের সৃষ্ট শিল্পকলা লোকসমক্ষে তুলে ধরা আমাদের একটি ভবিষ্যত প্রকল্প। (ঘ) অসহায় বৃদ্ধ মানুষদের উপযুক্ত বাসস্থানের লক্ষ্যে একটি বৃদ্ধাবাসড়ে তোলা আমাদের আর একটি স্বপ্ন। (ঙ) ভারতের স্বাধীনতা ও স্বাধীনতাসংগ্রামীদের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে ওয়াকিবহাল করে তোলাও আমাদের অন্যতম ভবিষ্যত প্রকল্প। 

 

আমাদের সীমিত লোকবল, অর্থবল ও অদম্য ইচ্ছার ক্ষমতায় আমরা যে স্বপ্ন দেখেছি তা সার্থক করতে ভারতবর্ষের প্রতিটা মানুষের সাহায্য, শুভেচ্ছা ও আশীর্বাদ আমাদের একান্ত কাম্য। একই বৃত্তের মধ্যে শৈশব, কৈশোর ও বার্ধক্য জীবনের যে সুনিশ্চয়তার স্বপ্ন আমরা দেখেছি তা আপনাদের প্রত্যেকের ইচ্ছা ও সহযোগিতার মাধ্যমেই সাফল্যলাভ করতে পারে।